Basic to Advanced Excel Training (Free)
বর্তমানে Excel এর প্রয়োজনীয়তা বোঝানোর কিছু নেই।
ব্যক্তিগত কাজ, ব্যবসা, চাকুরী সর্বক্ষেত্রে Excel প্রয়োজন। চাকুরীর পরীক্ষায় চাকুরীপ্রার্থীদের Excel এ দুর্বলতা খুব বেশি পরিমানে দেখা যায়। তাছাড়া এই Excel ব্যক্তিগত হিসাব-নিকাশ এ অথবা নিজের ব্যবসাকে আরও সহজ করে তুলবে।তাই আর দেরি না করে, আমাদের Free Course থেকে শিখে ফেলুন MS Excel.
Terms & Conditions:
১. আবেদনকারীর কমপক্ষে ৮৫% ক্লাসে অংশগ্রহণের ইচ্ছা থাকতে হবে।
২. ৫ ফেব্রুয়ারী ২০২২ হতে ক্লাস শুরু হবে। ক্লাসের সময়ঃ প্রতি শুক্রবার রাত ৮টা থেকে রাত ৯টা। সর্বোমোট ১০-১২ টি ক্লাস হবে।
৩. জরিপের ভিত্তিতে Zoom বা MS Team মাধ্যমে ক্লাস পরিচালনা করা হবে।
৪. প্রশিক্ষণের সুবিধার্থে অংশগ্রহণকারীদের জন্য একটি WhataApp গ্রুপ তৈরি করা হবে। প্রশিক্ষণে অংশগ্রহণের মাধ্যমে, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিতে সম্মত আছেন বলে আমরা ধরে নেব।
৫. ৮৫% এর বেশি ক্লাসে অংশগ্রহণকারীদেরকে BDHRM থেকে Certificate দেওয়া হবে।
৬. আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ৩০ জন ছাত্র/ ছাত্রী/ চাকুরীপ্রার্থীকে Training এ অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে।
৭. BDHRM বিশেষ প্রয়োজনে যে কোনো ক্লাস স্থগিত করার বা ক্লাসের সময় পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে।
৮. ভুল Email Address/Mobile Number দিয়ে Registration করলে তা বাতিল বলে বিবেচিত হবে।
Click Here to Resister on Training
Please do not resister if you are not willing to complete. That will help someone interested to participate on training.